বশেমুরবিপ্রবিতে জাতীয় ‘শোক’ দিবসের কর্মসূচি ঘোষণা

বশেমুরবিপ্রবিতে জাতীয় ‘শোক’ দিবসের কর্মসূচি ঘোষণা

বশেমুরবিপ্রবি টুডে


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সীমিত পরিসরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ পালন উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বশেমুরবিপ্রবিতে বৈশ্বিক করোনা মহামারীর কারণে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- আগস্ট মাসব্যাপী কালো ব্যাচ ধারণ।

আগামী ১৫ আগস্ট শনিবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, একইদিন সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পবিত্র সূরা ফাতেহা পাঠ, বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল এবং বিকাল ৫টায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *