বশেমুরবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে বরণ

বশেমুরবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে বরণ

বশেমুরবিপ্রবি টুডে


বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি নবাগত শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে বরণ করে নেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন সত্যিকারের মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য বঙ্গবন্ধুর আদর্শকে ধারণকরে নবাগত শিক্ষার্থীদের নিয়মিত লেখা-পড়ার আহবান জানান।

অনুষ্ঠানের সভাপতি ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহজাহান জাতির জনকের নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং সৃষ্টিশীল পড়ালেখার প্রতি গুরুত্বারোপ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম. এ. সাত্তার, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আব্দুর রহিম খান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর রফিকুন্নেসা আলী, আইন অনুষদের ডীন মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, মানবিকী অনুষদের ডীন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. রাজিউর রহমান, শিক্ষার্থী কল্যাণ পরিচালক কাজী মসিউর রহমান, শেখ রেহানা হলের প্রভোস্ট মোঃ রোকনুজ্জামান, সিএসই বিভাগের সভাপতি ড. সালেহ আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, আমন্ত্রিত অতিথি, অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *