বশেমুরবিপ্রবি টুডেঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজিউর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় সাবেক প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামন ভূঁইয়ার পদত্যাগের পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন প্রক্টর হিসেবে ড. রাজিউর রহমানকে দায়িত্ব দেয়।
এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক শামস আরা খান এবং বিজয় দিবস হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম।
এর আগে বঙ্গমাতা হলের প্রভোস্ট ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ঈশিতা রায় ও বিজয় দিবস হলের প্রভোস্ট ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জুবাইদুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদ বলেন, দুটি হলেরই প্রভোস্টের মেয়াদ শেষ হওয়াতে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।
দ্য ক্যাম্পাস টুডে।