বশেমুরবিপ্রবিতে প্রশাসনের সাথে শিক্ষার্থীদের মতবিনিময় সভা

বশেমুরবিপ্রবিতে প্রশাসনের সাথে শিক্ষার্থীদের মতবিনিময় সভা

বশেমুরবিপ্রবি টুডেঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসনের সাথে শিক্ষার্থীদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘স্বাধীনতা দিবস’ হলে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় পরিচ্ছন্নতা, ন্যায্যভাবে হলের আসন বণ্টন, সিট দখল বন্ধ, পড়ার কক্ষে মননশীল বই সরবরাহ ও পড়াশোনার পরিবেশ ফিরে আনা, খাবারের মান বৃদ্ধি ও দাম সহনীয় পর্যায়ে রাখা, পানির সমস্যা সমাধান, গণরুমের সমস্যা সমাধানসহ বিভিন্ন দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান, ছাত্র উপদেষ্টা কাজী মশিউর রহমান; স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট সিরাজুল ইসলাম; বিজয় দিবস হলের প্রভোস্ট শফিকুল ইসলাম; শেখ রাসেল হলের প্রভোস্ট ফায়েকুজ্জামান টিটুসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট সিরাজুল ইসলাম, “আমরা সমস্যাগুলো সম্পর্কে জানলাম। যতদ্রুত সম্ভব সকল সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।”

দ্য ক্যাম্পাস টুডে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *