বশেমুরবিপ্রবিতে ‘বিচ্ছুরণ’ প্রকল্পের ক্যাম্পাস এক্টিভেশন ক্যাম্পেইন

বশেমুরবিপ্রবিতে ‘বিচ্ছুরণ’ প্রকল্পের ক্যাম্পাস এক্টিভেশন ক্যাম্পেইন

বশেমুরবিপ্রবি টুডেঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে গেছে ‘বিচ্ছুরণ’ প্রকল্পের ক্যাম্পাস এক্টিভেশন ক্যাম্পেইন। সোমবার (২৮ অক্টোবর) থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচে বুথ বসিয়ে প্রচারণা চালিয়ে।

‘বিচ্ছুরণ’ জাতীয় পর্যায়ে আয়োজিত নবায়নযোগ্য জ্বালানী ও শক্তি সম্পর্কিত উদ্ভাবনী আইডিয়াগুলোকে সার্বিক সহায়তা প্রদান করবার অন্যতম দারুণ সুযোগ।

ইয়াং বাংলা, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স ও পাওয়ার সেল আয়োজিত জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার প্রচারণা চালিয়েছেন ইয়াং বাংলার ক্যাম্পাস এম্বাসেডর নূরজাহান খানম ও সারজুল আলম স্বদেশ।

এই প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী বিভিন্ন পর্যায়ের আইডিয়াগুলোকে মোট ১ কোটি টাকা সমমূল্যের পুরষ্কারের পাশাপাশি ২ বছরের কারিগরি সহায়তা প্রদান করা হবে।প্রতিটি দলে কমপক্ষে একজন শিক্ষার্থী থাকা বাধ্যতামূলক।

আপনার যদি নবায়নযোগ্য জ্বালানী ও শক্তি সম্পর্কিত উদ্ভাবনী কোনো আইডিয়া থাকে নিবন্ধন করে ফেলুন এই লিংকে গিয়ে-https://youngbangla.org/bichchuron-2019/



যেকোন প্রয়োজনে


সারজুল আলম স্বদেশ– (ক্যাম্পাস এম্বাসেডর, ইয়াং বাংলা)-০১৯২২৮৬৬৮৬৩
নূরজাহান খানম– (ক্যাম্পাস এম্বাসেডর, ইয়াং বাংলা)-০১৭৯৩৩৩৮৭৬২



সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *