বশেমুরবিপ্রবিতে ‘বিচ্ছুরণ’ প্রকল্পের ক্যাম্পাস এক্টিভেশন ক্যাম্পেইন

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

বশেমুরবিপ্রবি টুডেঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে গেছে ‘বিচ্ছুরণ’ প্রকল্পের ক্যাম্পাস এক্টিভেশন ক্যাম্পেইন। সোমবার (২৮ অক্টোবর) থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচে বুথ বসিয়ে প্রচারণা চালিয়ে।

‘বিচ্ছুরণ’ জাতীয় পর্যায়ে আয়োজিত নবায়নযোগ্য জ্বালানী ও শক্তি সম্পর্কিত উদ্ভাবনী আইডিয়াগুলোকে সার্বিক সহায়তা প্রদান করবার অন্যতম দারুণ সুযোগ।

ইয়াং বাংলা, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স ও পাওয়ার সেল আয়োজিত জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার প্রচারণা চালিয়েছেন ইয়াং বাংলার ক্যাম্পাস এম্বাসেডর নূরজাহান খানম ও সারজুল আলম স্বদেশ।

এই প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী বিভিন্ন পর্যায়ের আইডিয়াগুলোকে মোট ১ কোটি টাকা সমমূল্যের পুরষ্কারের পাশাপাশি ২ বছরের কারিগরি সহায়তা প্রদান করা হবে।প্রতিটি দলে কমপক্ষে একজন শিক্ষার্থী থাকা বাধ্যতামূলক।

আপনার যদি নবায়নযোগ্য জ্বালানী ও শক্তি সম্পর্কিত উদ্ভাবনী কোনো আইডিয়া থাকে নিবন্ধন করে ফেলুন এই লিংকে গিয়ে- https://youngbangla.org/bichchuron-2019/



যেকোন প্রয়োজনে


সারজুল আলম স্বদেশ– (ক্যাম্পাস এম্বাসেডর, ইয়াং বাংলা)-০১৯২২৮৬৬৮৬৩
নূরজাহান খানম– (ক্যাম্পাস এম্বাসেডর, ইয়াং বাংলা)-০১৭৯৩৩৩৮৭৬২



সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds