বশেমুরবিপ্রবিতে বিদ্যার দেবীর কাছে জ্ঞান-বুদ্ধি ও সমৃদ্ধি কামনা

বশেমুরবিপ্রবিতে বিদ্যার দেবীর কাছে জ্ঞান-বুদ্ধি ও সমৃদ্ধি কামনা

বশেমুরবিপ্রবি টুডে


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘ এ পূজার আয়োজন করে। সকাল থেকেই শিক্ষক-শিক্ষার্থী, ভক্ত ও দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয় প্রাঙ্গণ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রতিবারের ন্যায় এবারও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা মন্দিরে দেবী সরস্বতীর পূজা উদযাপিত হয়। প্রধান অতিথি হিসেবে পূজামণ্ডপ পরিদর্শন করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শাহজাহান।

সরেজমিনে ঘুরে দেখা যায়, পূজাকে কেন্দ্র করে বর্ণিল আলোক সাজে সজ্জিত হয়েছে পুরো ক্যাম্পাস। শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা ব্যস্ত শেষ সময়ে প্রতিমা ও মণ্ডপের সাজসজ্জায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান পূজামণ্ডপ পরিদর্শনের সময় হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এ পূজা ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির নিদর্শন।

অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলো পেতে অসংখ্য ভক্ত ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যাদেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ ও পূজা অর্চনা করেন। পূজা অর্চনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এর আগে সকাল ৮টায় পূজারম্ভ, সাড়ে ৯ টায় অঞ্জলি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *