বশেমুরবিপ্রবিতে মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন

বশেমুরবিপ্রবিতে মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন

বশেমুরবিপ্রবি টুডে


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) জাতির পিতার জন্মশতবার্ষিকী ক্ষণগণনা কর্মসূচির সঙ্গে যুক্ত হয়েছে।

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২০ বিকাল ৫টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্যারেড স্কয়ারে জাতির পিতার জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধনের পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে (জয় বাংলা চত্বরে) ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, প্রক্টর ড. মো. রাজিউর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মোছা. হালিমা খাতুন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট শামস আরা খান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মেকাইল ইসলাম, উপ রেজিস্ট্রার তহিদুল ইসলাম, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়ালিদ মিয়া কিপার অফিসার মো. সাইফুল্লাহ রাজু, কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বি এম আশিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান জাতির পিতার জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার ইলেকট্রনিক ডিভাইস চালু করেন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পরে জাতির পিতা ও তাঁর পরিবারের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

এছাড়া জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান জাতির পিতার আদর্শ ধারণ করে সকলকে একসঙ্গে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষাথী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় বিডি ক্লিনের সহযোগিতায় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে পরিস্কার পরিচ্ছন্না অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান,পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, প্রক্টর ড. মো. রাজিউর রহমান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *