মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:০৬ পূর্বাহ্ন

বশেমুরবিপ্রবিতে যশোর মুক্ত দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯, ১১.৪১ পিএম

বশেমুরবিপ্রবি টুডেঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অধ্যয়নরত যশোর জেলা শিক্ষার্থীদের সংগঠন কপোতাক্ষ ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে যশোর মুক্ত দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল আবাসিক হলে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া অনুষ্ঠানে উপস্থিত যশোর জেলার শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধকালে যশোরের বীর শহীদদের স্মরণ করেন। অনুষ্ঠান শেষে যশোরসহ মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে কপোতাক্ষ ছাত্র কল্যাণ সমিতি এর সহ সভাপতি মাকসুমুল আরেফিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাফি,যুগ্ম সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান,মেহেদি হাসান আশিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাফি বলেন, যশোর মুক্ত দিবস যশোরের একটা ঐতিহাসিক দিবস।এ দিনকে শুধু যশোর না সারা দেশে পালিত হওয়া উচিৎ। সহ সভাপতি মাকসুমুল আরেফিন বলেন নতুন প্রজন্ম এর কাছে এ দিনটিকে পৌঁছে দিতে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবি জানাই।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শেখ পরশ,মাহমুদুল হাসান শাওন,রমজান আলি,শাহিন খান প্রমুখ।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today