বশেমুরবিপ্রবি: অতিরিক্ত অটো-মাহিন্দ্র ভাড়া ব্যাপারে কঠোর নজরদারি করবে গোবরা ইউপি

বশেমুরবিপ্রবি: অতিরিক্ত অটো-মাহিন্দ্র ভাড়া ব্যাপারে কঠোর নজরদারি করবে গোবরা ইউপি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সারাদেশ থেকে আসায় অতিরিক্ত অটো-মাহিন্দ্র ভাড়া ব্যাপারে কঠোর নজরদারি করবেন গোপালগঞ্জের গোবরা ইউপি চেয়ারম্যান টুটুল চৌধুরী।

এদিকে অতিরিক্ত অটো-মাহিন্দ্র ভাড়া ব্যাপারে কঠোর নজরদারি উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেয়া হয়। পোস্টটি সকলের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হলো।



“প্রিয় বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থী ভাই ও বোনেরা, জানি আপনারা আমার এই পোস্টটি দেখবেন না। তবে আপনারা যেখানে পরীক্ষা দিতে আসছেন সেই বিশ্ববিদ্যালয়ের অগণনিত শিক্ষার্থী এবং শিক্ষক আমার সাথে এ্যাড আছে সুতরাং আপনাদের জানতে বা বুঝতে কোন অসুবিধা হওয়ার কথা নয়।বিগত কয়েকবছর ধরে অত্র এলাকায় অটোভ্যান এবং মাহিন্দ্রের অতিরিক্ত ভাড়া নিয়ে অনেক আলোচনা সমালোচনা দেখছি। এব্যাপারে আমার বক্তব্য সুস্পষ্ট।

আমি কোন অতিরিক্ত ভাড়া আদায়ের পক্ষে নই।তবে সারা দুনিয়ায় অর্থনীতির একটা কমন সূত্র আছে “চাহিদা বেশী হলে দাম বেড়ে যাবে”।এখানেও সেটা ঘটেছে।হাজার হাজার শিক্ষার্থীর জন্য মাত্র তিন/চারশ’ অটো।সেক্ষেত্রে ভাড়া কিছুটা বাড়বে এটা স্বাভাবিক।তবে মাত্রাতিরিক্ত ভাড়া কোনভাবেই কাম্য নয়।

আমি ব্যক্তিগতভাবে দুই সমিতির সভাপতির সাথে কথা বলেছি। কথা বলেছি গোপালগঞ্জের সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ সাদিকুর রহমান খান সাহেবের সাথে। আমরা সবাই ভাড়া সহনীয় পর্যায়ের মধ্যে রাখতে একমত হয়েছি।

আমরা হয়তো ১০০% সঠিক করতে পারবো না। তবে মাহিন্দ্র বা অটো ভাড়া যাতে সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে কঠোর নজরদারি করবো ইনশাআল্লাহ।

আপনারা প্রয়োজনে যোগাযোগ করুনঃ
১) টুটুল চৌধুরী চেয়ারম্যান, গোবরা ইউপি।
ফোন-01860 424242
২) মুকুল শিকদার, সভাপতি,ঘোনাপাড়া-গোপালগঞ্জ মাহিন্দ্র সমিতি ফোন-01736900976
৩) মুকুল শেখ সভাপতি, ঘোনাপাড়া-টুঙ্গিপাড়া মাহিন্দ্র সমিতি
ফোন-01778232067
৪) কামরুল ইসলাম খান, সদস্য গোবরা ইউপি, (দক্ষিণ গোবরা)
ফোন-01996090292
৫) মতি শেখ সদস্য গোবরা ইউপি, (চাপাইল পাড়া)
ফোন-01915717705
৬) জাহাঙ্গীর শেখ সদস্য গোবরা ইউপি (ঘোনাপাড়া)
ফোন-01916707515
৭) মুর্শিদ মোল্লা, সদস্য গোবরা ইউপি (চরবয়রা)
ফোন-01772255208
৮) রনী চৌধুরী ফোন-01916000259
৯) শেখ সোহেল, ফোন-01910338727
১০) বি.এম. সোহেল, ফোন-01752487095
১১) আকাশ চৌধুরী, ফোন-01799739801





আপনার প্রতিষ্ঠান/সংগঠনের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭৪৪৫২৭৯৯৯





আপনার প্রতিষ্ঠান/সংগঠনের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭৪৪৫২৭৯৯৯



বিজ্ঞাপন




আপনার প্রতিষ্ঠান/সংগঠনের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭৪৪৫২৭৯৯৯





আপনার প্রতিষ্ঠান/সংগঠনের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭৪৪৫২৭৯৯৯



সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *