বশেমুরবিপ্রবি কালেরকন্ঠ শুভসংঘের ক্যাম্পাস পরিষ্কার রাখার উদ্যোগ

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,

বশেমুরবিপ্রবি টুডেঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কালেরকন্ঠ শুভসংঘের উদ্যোগে ২১ অক্টোবর (সোমবার) বিকেলে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন ও ব্যানার টাঙানো হয়।

এ ব্যাপারে বশেমুরবিপ্রবি কালেরকন্ঠ শুভসংঘের সভাপতি শামস জেবিন বলেন,”ক্যাম্পাসকে পরিষ্কার রাখতে হলে সবার আগে আমাদেরকেই সচেতন হতে হবে, কালেরকন্ঠ শুভসংঘের এই উদ্যোগ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াবে।”

এসময় শুভসংঘের সাধারণ সম্পাদক সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন। একইসাথে আসন্ন ভর্তি পরীক্ষায় শুভসংঘের কার্যক্রম কি হবে এ বিষয়ে সংগঠনের সদস্যরা তাদের মতামত তুলে ধরেন।

দ্য ক্যাম্পাস টুডে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds