বশেমুরবিপ্রবি ছাত্রলীগের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি ছাত্রলীগের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্যাম্পাস টুডে ডেস্ক


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নবীনদের আগমন উপলক্ষে বশেমুরবিপ্রবি ছাত্রলীগের (কমিটিহীন) পক্ষ থেকে আয়োজন করা হয় সৃজনশীল কুইজ প্রতিযোগিতার ৷

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নিজ হাতে লেখা “অসমাপ্ত আত্মজীবনী” এর উপর ভিত্তি করে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতাটি ৷

৩১শে জানুয়ারী রোজ শুক্রবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়টির গ্যারেজ সংলগ্ন হলরুমে কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ৷ বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডারে টানা বন্ধ থাকা সত্ত্বেও প্রায় চার শতাধিক শিক্ষার্থী উক্ত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করে ৷

কুইজ প্রতিযোগিতার আয়োজক ছাত্রলীগকর্মী মুহাম্মদ সোলায়মান জানান, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহত উদ্দেশ্য নিয়ে ‘বাংলাদেশ ছাত্রলীগ ‘ সংগঠনটি নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়লেই আমরা বুঝতে পারবো, বঙ্গবন্ধু কখনো ভোগের রাজনীতি করেন নি, ত্যাগের রাজনীতি করেছেন। জাতির পিতা আমাদের শিখিয়ে গিয়েছেন, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ নিহিত। বঙ্গবন্ধুর আদর্শ বুঝতে হলে অবশ্যই বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়তে হবে। অনেক দিনের চিন্তা ধারা থেকেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এমন ইতিবাচক কাজের মাধ্যমে এগিয়ে যাক প্রাণের সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’ ৷”

উক্ত কুইজ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান উপস্থিত ছিলেন ৷

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারী কুইজ প্রতিযোগিতাটি আয়োজন করার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তিন দিনের কর্ম বিরতির কারনে আয়োজনের দিন পরিবর্তন করে ৩১ জানুয়ারী আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয় ৷

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *