বশেমুরবিপ্রবি টুডেঃ সম্প্রতি আলোচিত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফুড এন্ড এ্যাগ্রো প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. নাজমুল হক শাহীন পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে তিনি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান।
ড. নাজমুল হক শাহীন বলেন, ” আমি কৃষি বিভাগের শিক্ষক। শিক্ষক সংকট থাকায় আমাকে ওই বিভাগের সভাপতির দায়িত্ব দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। ব্যস্ততা বেড়ে যাওয়া দায়িত্ব চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। তাই আমি সভাপতি পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছি।”
দ্য ক্যাম্পাস টুডে।
সংবাদটি শেয়ার করুন