বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃত্বে হাসিবুর-রকিবুল

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

বশেমুরবিপ্রবি টুডে


গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষকদের সংগঠন বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। এতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ প্যানেল সম্পূর্ণ জয় লাভ করেছে।

মঙ্গবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডরমিটরিতে সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর তিনটা পর্যন্ত চলে কার্যনির্বাহী পরিষদ-২০২০ এর ভোট গ্রহণ।

ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. দীপঙ্কর কুমার ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে ড. হাসিবুর রহমান ১৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ইমরান হোসেন পেয়েছেন ৯৫ ভোট। এবং সাধারণ সম্পাদক পদে মো. রকিবুল ইসলা ১৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুর রহমান পেয়েছেন ৮২ ভোট।

অন্যান্য পদে বিজয়ী হলেন, ড. বশির উদ্দিন (সহ-সভাপতি, ১১৩ ভোট); মোঃ মুরাদ হোসেন (যুগ্ম-সাধারণ সম্পাদক, ১২৬ ভোট); ড. মাহবুব হাসান (কোষাধ্যক্ষ, ১৩৬ ভোট); শামসুল আরেফীন ( প্রচার সম্পাদক, ১০১ ভোট)।

এছাড়া সদস্য হয়েছেন, মাহবুব আলম,সাদ্দাম হোসেন, মো:এমদাদুল হক, শানিতা জামান স্মৃতি, তরিকুল ইসলাম, মো: আল আমীন,অভিজিৎ বিশ্বাস, মো:আনোয়ারুজ্জামান, প্রণীতা দত্ত।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet