ক্যাম্পাস টুডে ডেস্ক
নাম আবির আবেদীন খান। সপ্তম শ্রেণির ছাত্র। অল্প বয়সেই উদ্ভাবন করেছেন সার্চ ইঞ্জিন তিনি। সার্চ ইঞ্জিনটির নাম “সার্চবিডি”। সার্চ ইঞ্জিনটি বাংলা ও ইংরেজি ছাড়াও বিভিন্ন ভাষায় সার্চ দিতে সক্ষম। এবছরের গত ২৫ জানুয়ারি অনলাইনে সার্চ ইঞ্জিনটির কার্যক্রম শুরু হয়।
“সার্চবিডি” উদ্ভাবনকারী আবির আবেদীন খান সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি মডেল পাইলট স্কুলের ছাত্র।
সার্চবিডি ব্যবহার করে দেখতে পারেন আপনিও
https://searchbd2020.blogspot.com
আবির আবেদীন খান জানায়, এই সার্চ ইঞ্জিনটি বাংলা ও ইংরেজি ছাড়াও বিভিন্ন ভাষায় সার্চ দিতে সক্ষম।
আবির আবেদীন জানায়, সার্চ ইঞ্জিনটি আইসিটি মন্ত্রণালয়ের নজরে আসলে সহযোগিতার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আদনান তার সাথে যোগাযোগ করেছেন।
তথ্যসূত্রঃ দৈনিক শিক্ষা।
সংবাদটি শেয়ার করুন