রবিবার, ১১ জুন ২০২৩, ০২:৪৯ পূর্বাহ্ন

বাংলাদেশেও ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানতে পারে

  • আপডেট টাইম বুধবার, ৬ নভেম্বর, ২০১৯, ৩.০০ পিএম
ঘূর্ণিঝড়

আন্তর্জাতিক টুডেঃ-           বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আশঙ্কার কথা আগেই জানিয়েছিল ।  সেই আশঙ্কা এবার সত্যি হতে যাচ্ছে। ভারতের উত্তর আন্দামান সাগরে ঘনীভূত নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘বুলবুলে’।বাংলাদেশেও যেটির প্রভাব পড়তে পারে ।   ভারতীয় আবহাওয়া অধিদপ্তর ৬ নভেম্বর এমন তথ্যই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ‘এনডিটিভি’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে আঘাত হানবে উত্তর আন্দামান সাগরে ঘনীভূত নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’। তবে দিক পরিবর্তন করে এটি বাংলাদেশের দিকেও ধাবিত হতে পারে।’

ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ভয়াবহ ঘূর্ণিঝড়ে রূপ নেবে ‘বুলবুল’। যার জেরে আগামী ৭ থেকে ১০ নভেম্বর পর্যন্ত কলকাতাসহ উপকূলীয় অঞ্চলগুলোতে বিভিন্ন মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। তবে দিক পরিবর্তন করে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও মিয়ানমারের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের বার্তামতে ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ৯০ থেকে ১৪৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today