বিলিভ ইট অর নট! বাংলাদেশের ১৫৬ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বশেমুরবিপ্রবি প্রথম!

বিলিভ ইট অর নট! বাংলাদেশের ১৫৬ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বশেমুরবিপ্রবি প্রথম!

রায়হানুল ইসলাম সৈকত :বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমান ১৫৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৪৬টি পাবলিক, ১০৭টি বেসরকারি ও ৩টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এতগুলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রথম স্থানে রয়েছে।

কি? বিশ্বাস হচ্ছে নাতো? চলুন হিসাব মিলিয়ে নেওয়া যাক- জানা মতে, ৫৫ একরের এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পাঁচটি সাংবাদিক সংগঠন রয়েছে। বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি, বশেমুরবিপ্রবি প্রেসক্লাব, বশেমুরবিপ্রবি রিপোর্টার্স ইউনিটি, বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরাম ও বশেমুরবিপ্রবি সাংবাদিক ফেডারেশন। সে হিসাবে দেশে ১৫৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বশেমুরবিপ্রবি প্রথম!

বশেমুরবিপ্রবি ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের এতো সংগঠন নেই। শুধু তাই নয় বাংলাদেশের অনেক জেলাতেই এতগুলো সাংবাদিক সংগঠন নেই। এদিক থেকে বশেমুরবিপ্রবির সাংবাদিকেরা বিরল দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হয়েছেন।

পাশাপাশি এতগুলো সংগঠনে বিশ্ববিদ্যালয়ের প্রচুর সাংবাদিক দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সে হিসাবে ৫৫ একর জায়গায় এতো সাংবাদিকের মতো বাংলাদেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে নেই। এদিক থেকেও বশেমুরবিপ্রবি প্রথম স্থানের দাবিদার।

তাছাড়া ইউজিসির অনুমোদন ছাড়াই পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভাগের কার্যক্রম চলতে পারে সে দৃষ্টান্তও বশেমুরবিপ্রবির রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থী সংখ্যা ১২ হাজার। রাজধানীর বাইরে এতো ছোটো ক্যাম্পাসে এতো শিক্ষার্থীর দিক থেকেও বশেমুরবিপ্রবি প্রথম।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে তেমন গবেষণা কার্যক্রম নেই, পর্যাপ্ত ল্যাব নেই, শ্রেণিকক্ষের সংকট, শিক্ষক সংকট, অধ্যাপক সংকট। তবু এতো কিছুর মধ্যে কাগজে-কলমে আমরা এগিয়ে গেছি কয়েকটি বিষয়ে। তবে সত্যিকার অর্থে কিংবা শিক্ষা-গবেষণার দিক থেকে বঙ্গবন্ধুর পুণ্যভূমির এই বিশ্ববিদ্যালয় প্রথম হোক সেই কামনা করি।

ছোট্ট ক্যাম্পাসে পাঁচটি সাংবাদিক সংগঠনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, জানা মতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিনটি সাংবাদিক সংগঠন রয়েছে। তবে এতগুলো সাংবাদিক সংগঠন হয়তো কোনো বিশ্ববিদ্যালয়ে নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *