বাণিজ্যমন্ত্রী: ‘বাংলাদেশে এখন চাল-ভাতের অভাব নেই’

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

জাতীয় টুডেঃ “বাংলাদেশে একটা সময় চালের অভাব, ভাতের অভাব ছিল। এখন আর সেসব নেই। দিন বদলে গেছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ” বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপোর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, খাদ্যপণ্যের রপ্তানি বাড়াতে সবধরনের সহযোগিতা করবে সরকার। কৃষি প্রক্রিয়াজাতকৃত খাদ্য রপ্তানি করতে সরকার যে প্রণোদনা দিয়ে থাকে, সেটাও অব্যাহত রাখা হবে। মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টেছে। এখন নানা ধরনের খাদ্য খেতে শিখেছে। নানা ধরনের খাদ্য পণ্য উৎপাদনও করছে দেশিয় প্রতিষ্ঠান। এ দেশের কৃষি প্রক্রিয়াজাত পণ্য আন্তর্জাতিক মানসম্পন্ন। একটা সময় সামান্য আয় হতো। এখন এ খাত থেকে সাড়ে ৭শ মিলিয়ন ডলার রপ্তানি আয় হচ্ছে।

টিপু মুনশি বলেন, সময় এখন বাংলাদেশের। এই মেলায় বিদেশি বহু প্রতিষ্ঠান নানা ধরনের প্রযুক্তি নিয়ে এসেছে। এটা থেকে পরিষ্কার যে, বাংলাদেশ পরবর্তী টার্গেট। বাংলাদেশ সঠিক পথে আছে।

দ্য ক্যাম্পাস টুডে।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet