বাবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেটাই শিক্ষক নিয়োগে প্রার্থীর ‘বড় যোগ্যতা’!

বাবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেটাই শিক্ষক নিয়োগে প্রার্থীর ‘বড় যোগ্যতা’!

কামরুল হাসান মামুন

বাবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেটাই শিক্ষক নিয়োগে প্রার্থীর ‘বড় যোগ্যতা’! বাবা অথবা মা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেটাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ‘বড় যোগ্যতা’!

অলিখিত কিংবা লিখিত পোষ্য কোটা অবিলম্বে বাতিল হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ে যদি মেরিটোক্রেসির চর্চা না হয় আর কোথায় হবে? পৃথিবীর কোন সভ্য দেশে এমন নিয়ম (পড়ুন অনিয়ম) পাবেন। আমরা আবার রেঙ্কিং-এ কেন নাই তাতে আশ্চর্য হই। দেশ যেমন বিশ্ববিদ্যালয় ঠিক তেমন।

শিক্ষকদের লজ্জা হওয়া উচিত যে তার সন্তানকে নিজ যোগ্যতায় ভর্তি হওয়ার মত যোগ্য নাগরিক বানাতে পারেনি। সবাই পারবে এমন না। না পারলে নিজ যোগ্যতায় যেখানে পারবে সেখানে ভর্তি হবে। এই পোষ্য কোটা কেন কিভাবে চালু হলো। এইটা আমাদের জন্য লজ্জার ব্যাপার হওয়া উচিত।

এই যে বাপের যোগ্যতায় মেয়ে শিক্ষক হলো এর মাধ্যমে দেশের কত বড় ক্ষতি হলো ভাবতে পারছেন। আগামী ৩০-৩৫ বছর যাবৎ শিক্ষার্থীরা একজন ভালো শিক্ষক থেকে বঞ্চিত হলো। এই শিক্ষিকা আরো খারাপ শিক্ষিকা multiply করবে।

লেখক
কামরুল হাসান মামুন
অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *