বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪, আহত ২৫

বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪, আহত ২৫

ক্যাম্পাস টুডে ডেস্ক


দুইটি বাস ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৪জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মাগুরা-যশোর মহাসড়কের মঘির ঢাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে চাকলাদার পরিবহনের সুপারভাইজার আমিনুল ইসলাম (৪৫), বাসের যাত্রী ফকরুল ভুইয়া (৪০), নুর ইসলাম(৭০) ও আরিফ হোসেন (২২)।

নিহত আমিনুল ইসলাম যশোরের রুপদিয়া, নুর ইসলাম যশোরের শার্শা, আরিফ হোসেন যশোরের সংকরপুর ও ফকরুল ভুইয়া নরসিংদির পূর্বদত্ত পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে। মরদেহগুলো মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মাগুরা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাসুদ সর্দার জানান, আজ শুক্রবার বেলা ২টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা চাকলাদার পরিবহন ও যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহন একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাসে লেগে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাকলাদার পরিবহন ছিটকে পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই ৪জন নিহত ও ২৫জন আহত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *