পদত্যাগ সম্পর্কে হারিরি বলেন, “লেবানন অচলাবস্থায় পৌঁছেছে। এই সংকট থেকে উত্তরণের জন্য আকস্মিক এক সিদ্ধান্তের প্রয়োজন ছিল। এক টেলিভিশন বক্তৃতায় হারিরি জানান, তিনি পদত্যাগের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানাবেন।”তিনি আরও বলেন, “লেবাননের জনগণ গত ১৩ দিন ধরে রাজনৈতিক সমাধানের জন্য অপেক্ষা করছে। এই সময়টায় আমি বিভিন্নভাবে তাদের কথা শোনার চেষ্টা করেছি। কিন্তু সংকট থেকে উত্তরণে শেষ পর্যন্ত এমন সিদ্ধান্তের প্রয়োজন ছিল।”
হোয়াটসঅ্যাপ কলে কর বসানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ১৩ দিন আগে আন্দোলন শুরু করলেও দ্রুতই এর সঙ্গে রাজনৈতিক দুর্নীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার বিষয়টি যুক্ত হয়। ফলে লেবাননে ব্যাপক জনবিক্ষোভ দেখা দেয়, যার কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি।
সংবাদটি শেয়ার করুন