মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:২৯ পূর্বাহ্ন

বিজয়ের দৃঢ় প্রত্যয় নিয়ে প্রচারণা শেষ করলো নোবিপ্রবির ‘নীল দল’

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯, ৯.৩৮ পিএম

নোবিপ্রবি টুডেঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ঘিরে ব্যাপকভাবে চলছে প্রচারণা।

আওয়ামীপন্থী দুইটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আওয়ামীপন্থী প্যানেল দুইটি হলো নীল দল এবং স্বাধীনতা শিক্ষক পরিষদ।

বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালিয়েছে নোবিপ্রবি শিক্ষকদের আওয়ামীপন্থী নীল দল।

আনন্দের সাথে নীল দলের সভাপতি পদপ্রার্থী ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, নীল দলের শিক্ষকরা অনেক সুন্দরভাবে নির্বাচনী প্রচারনা সম্পন্ন হয়েছে। তিনি আশা করছেন যোগ্য ব্যাক্তিরাই নির্বাচিত হবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখহাসিনা যে উন্নয়নের স্বপ্ন দেখছেন সে লক্ষ্যে কাজ করে যাবেন।

প্রসঙ্গত, আগামীকাল ১৩ ডিসেম্বর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হবে।



সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের নোবিপ্রবি মাইনুদ্দিন পাঠান।



 

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today