বিভাগীয় প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

বশেমুরবিপ্রবি টুডেঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আব্দুল্লাহ আল জোবায়ের এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এবং হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে অত্র বিভাগের শিক্ষার্থীদের একাংশ।

রবিবার(২২ ডিসেম্বর )বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরের ঘন্টা ব্যাপি এই মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনকারী শিক্ষার্থীরা জানান, বিভাগের কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্য কতিপয় শিক্ষার্থী অযৌক্তিক আন্দোলন করছে এবং শিক্ষকের মানহানি করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে করছে।

এই বিষয়ে চতুর্থ বর্ষের শিক্ষার্থী সানজিদা পারভিন নিলা বলেন “স্যারের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন,তিনি আরো বলেন যারা এই মিথ্যা
ভিত্তিহীন অভিযোগ এনে স্যারকে হয়রানি করছে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে এবং এর পিছনে কারো ইন্ধন রয়েছে কিনা সেটা খুজে বের করতে হবে”।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর থেকে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আব্দুল্লাহ আল জোবায়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে এনে পদত্যাগের দাবীতে আন্দোলন করছে অন্য একাংশ শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet