বিরোধী দলের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন কিরগিজিস্তানের প্রধানমন্ত্রী

বিরোধী দলের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন কিরগিজিস্তানের প্রধানমন্ত্রী

ক্যাম্পাস টুডে ডেস্ক

বিরোধী দলের সহিংস বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন মধ্যএশিয়ার দেশ কিরগিজিস্তানের প্রধানমন্ত্রী ‘কুবাতবেক বরোনভ’।

বিবিসি জানায়, গতকাল বিক্ষোভের এক পর্যায়ে বিরোধী দলের সঙ্গে মিলে বিক্ষুব্ধ জনতা জাতীয় সংসদ ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ ও প্রধান নিরাপত্তা ভবন দখল করে নেয় এবং নির্বাচন কমিশনকে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করতে বাধ্য করে।

প্রচণ্ড বিক্ষোভে টিকতে না পেরে প্রধানমন্ত্রী কুবাতবেক ক্ষমতা থেকে সরে দাঁড়ান।

কিরগিজিস্তানের সংসদ প্রেস সার্ভিস থেকে জানানো হয়, সংসদের পক্ষ থেকে বিরোধি রাজনীতিক সাদির ঝাপারভকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে রোববার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষেভ শুরু করে বিরোধী পক্ষ। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে তাদের এই বিক্ষোভ। বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট সুরোনবাই জিনবেকভ আত্মগোপনে চলে যান।

সোমবার থেকে এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের এক পর্যায়ে বিরোধিরা সাবেক প্রেসিডেন্ট আলমাসবেক আতামবায়েভকে কারাগার থেকে মুক্তি দেয়।

মূলত দুদিনের তীব্র আন্দোলনের মুখে রিকগিজিস্তানের ক্ষমতার পালাবদল হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *