বিশ্ববিদ্যালয় জীবনে যেভাবে চললে ক্যারিয়ার ধ্বংস!

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

ক্যাম্পাস টুডে ডেস্কঃ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও অনেক শিক্ষার্থী নিজেদের ক্যারিয়ার নিয়ে হতাশ হয়ে পড়েন। পৌঁছাতে পারে না কাঙ্খিত লক্ষ্যে। জীবন চলে অগোছালো পথে। ধ্বংস হয় বিশ্ববিদ্যালয় পরবর্তী ক্যারিয়ার। ক্যারিয়ারে ধ্বংস নেমে আসার অন্যান্য উল্লেখযোগ্য কারণগুলো হলো:

১. নিয়মিত পড়াশোনা না করা।

২. অপরিকল্পিতভাবে ছাত্র রাজনীতির সাথে জড়িয় পড়া।

৩. বন্ধু-বান্ধবদের সঙ্গে অযথা আড্ডাবাজি।

৪. সিডিউল অনুযায়ী পড়াশোনা না করা।

৫. প্রেম নিয়ে ব্যস্ত হয়ে পড়া।

৬. ক্লাসে অনুপস্থিত থাকা।

৭. মাদকের নেশায় জড়িয়ে পড়া।

৮. অর্থের লোভে যেখানে সেখানে ঘুরে বেড়ানো।

৯. সিনিয়রদের পেছনে ঘুরঘুর করা।

১০. অনৈতিক কাজে লিপ্ত হওয়া।

১১. সিনিয়রদের অন্ধভাবে বিশ্বাস করা।

১২. ক্যারিয়ারের গন্তব্য ঠিক না করে অপরিকল্পিতভাবে পড়াশোনা।

১৩. অযথা ইন্টারনেটে ব্যস্ত থাকা।

১৪. ব্যাসিক পড়াশোনা না করা।

১৫. নিয়মিত পড়াশোনার বাইরেও অন্যান্য স্কিল না বাড়ানো।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds