সোমবার, ২৯ মে ২০২৩, ০৮:২২ পূর্বাহ্ন

বিশ্ববিদ্যালয়গুলো তদারকি ও অনুমোদনে ইউজিসিকে ‘কঠোর’ হওয়ার নির্দেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯, ৫.৪৩ পিএম

জাতীয় টুডেঃ  বিশ্ববিদ্যালয় তদারকি এবং অনুমোদনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) কঠোরভাবে আইন অনুসরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী । এর পাশাপাশি বেসরকারি কলেজগুলোকে ইউজিসির নজরদারিতে আনার নির্দেশও দেন শেখ হাসিনা

বৃহস্পতিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বলেন, ”সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়েকেই যথাযথ আইন অনুযায়ী চলতে হবে। একই সঙ্গে বেসরকারি কলেজগুলোকে ইউজিসির নজরদারিতে আনতে হবে। এছাড়া কমিশনের ক্ষমতা ও সামর্থ্য বাড়ানোর আশ্বাসও দেন তিনি।”

সাক্ষাৎকালে ইউজিসি চেয়ারম্যান বলেন, ”কমিশন একটি গবেষণা নীতিমালা তৈরি করেছে। ঠিকমতো আইন-কানুন অনুসরণ করছে কিনা, সেটা নজরদারি করতে ইউজিসি ৩০টি বিশ্ববিদ্যালয়কে চিহ্নিত করেছে।”

দ্য ক্যাম্পাস টুডে ।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today