বিশ্ববিদ্যালয় খোলা সহ ৮ দাবিতে মানববন্ধনে শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় খোলা সহ ৮ দাবিতে মানববন্ধনে শিক্ষার্থীরা

ক্যাম্পাস টুডে ডেস্ক


দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াসহ ৮ দফা দাবিতে আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সকাল ১১ টার দিকে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারীরা জানিয়েছেন, এ আন্দোলনে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্যবিদ্যালয় এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।

মানববন্ধনে নজরুল কলেজের এক শিক্ষার্থী বলেন, দেশে আজ সব কিছু চালু, শুধু বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। এভাবে আর কতদিন আমরা বসে থাকবো? সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয় খোলা এখন সময়ের দাবি। এবং এটি বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি।

এ সময় শিক্ষার্থীরা বলেন, হাইব্রিড পদ্ধতিতে ক্লাস হবে, যেখানে যারা অনলাইনে ক্লাস করতে পারবে তারা করবে অন্যথায় ক্লাসে স্বাস্থ্য বিধি মেনে ক্লাস করবে।

মানববন্ধবনে শিক্ষার্থীরা আরও জানান, তাদের দাবি স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়া হোক। এ ব্যাপারে সরকার দ্রুত ব্যবস্থা করবেন বলে শিক্ষার্থীরা আশা ব্যক্ত করেন।

তাদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে-

১. স্বাস্থ্যবিধি মেনে আংশিকভাবে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে ।
২. বিশ্ববিদ্যালয়গুলোতে করোনা ইউনিট (আইসোলেশন, কোয়ারেন্টিন) চালু করতে হবে।
৩. একাডেমিক বিল্ডিং গেট, হল গেট, ডিপার্টমেন্ট গেট, মেইন গেট এসব জায়গায় অবশ্যই হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে।
৪. শিক্ষার্থীদের মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে হবে।

৫. প্রয়োজনে হাইব্রিড সিস্টেম চালু করতে হবে। যেখানে কিছু শিক্ষার্থী উপস্থিত হয়ে ক্লাস তারা ক্লাস করবে এবং একই সময়ে কিছু শিক্ষার্থী ক্লাস অনলাইনেও করতে পার।
৬. বয়স্ক শিক্ষক-কর্মকর্তা/কর্মচারীদের ক্ষেত্রে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করতে হবে ।
৭. করোনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেস ভাড়া, হল ভাড়াসহ বকেয়া ফি মওকুফ করতে হবে। প্রয়োজনে সরকারি অনুদান দিতে হবে এবং
৮. হল রুম, গণরুমের স্থায়ী সমাধান করতে হবে।

আজ সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালনের কথা ছিল। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *