বিশ্বের জন্য ব্যাঙের নতুন প্রজাতি আবিষ্কার করলেন জবি শিক্ষার্থীরা

বিশ্বের জন্য ব্যাঙের নতুন প্রজাতি আবিষ্কার করলেন জবি শিক্ষার্থীরা

ফারহান আহমেদ রাফি, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী হাসান আল রাজী চয়ন ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারজান মারিয়া পুরো বিশ্বের জন্য নতুন প্রজাতির ব্যাঙ আবিষ্কার করেছেন। তারা ব্যাঙটির নামকরণ করেছেন প্রাপ্তিস্থান সিলেটের নাম অনুযায়ী Leptobrachium sylheticum.

তথ্যসূত্র থেকে জানা যায় , গত বছর গবেষণার জন্য সিলেটের মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গবেষণার কাজের জন্য গেলে তারা সেখানে এই ব্যাঙটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারেন যে এটা আমাদের পরিচিত ব্যাঙ এর থেকে কিছুটা আলাদা প্রকৃতির। তারপরে তারা এটা নিয়ে বিস্তর গবেষণা করে বুঝতে পারেন যে এটা পুরো বিশ্বের জন্য একদম নতুন প্রজাতির ব্যাঙ।

নতুন প্রজাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এই ব্যাঙের শারীরিক পরিমাপ, এদের মলিকুলার বিশ্লেষণের পাশাপাশি এদের ডাকের বিশ্লেষণও করেছেন যা এই গণের অন্য ব্যাঙদের থেকে সম্পূর্ণ ভিন্ন।

এরপরে তারা তাদের গবেষণা পত্রটি Journal of Natural History জার্নালে পাঠালে সেখান থেকে এটা পাবলিশ হয় এবং তাঁদের এই আবিষ্কার এখন বিশ্বের কাছে স্বীকৃতি পেল। তাদের এমন আবিষ্কার দেশের জন্য গৌরবের।

তাদের এই কাজের সার্বিক তত্ত্বাবধানে এবং সহযোগিতায় ছিল Lomonosov Moscow state University এর রাশিয়ান প্রফেসর Nick Poyarkov.

এ বিষয়ে জানতে চাইলে মার্জান মারিয়া বলেন, আমাদের অনুভূতি অনেক বেশি ভালো, বাংলাদেশ থেকে নতুন কিছু আবিষ্কার করে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতে এমন আরও কাজ করতে চাই।

হাসান আল রাজী চয়ন বলেন, ব্যাঙটি মূলত লাউয়াছড়া বন থেকে পাওয়া , এর আগেও আমরা ঐ বন থেকে আরো একটু ব্যাঙ আবিষ্কার করেছি। এ থেকে বুঝা যায় বনটি জীব বৈচিত্র্য দিয়ে পরিপূর্ণ। কিন্তু সাম্প্রতিক সময়ে বনটি হুমকির সম্মুখীন হচ্ছে, বিভিন্ন কারণে বনের প্রাণ পানির ছড়া গুলো শুকিয়ে যাচ্ছে। বনের ছড়া গুলো ব্যাঙ দের আবাসস্থল তাই আমাদেরকে ছড়া গুলো রক্ষার্থে এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য এর পূর্বেও তারা উক্ত বন থেকে raorchestes rezakhani নামে পুরো বিশ্বের জন্য নতুন প্রজাতির ব্যাঙ আবিষ্কার করেছিলেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *