বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিনের অনুমোদন দিচ্ছে ‘রাশিয়া’

বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিনের অনুমোদন দিচ্ছে ‘রাশিয়া’

ডেস্ক রিপোর্ট


আগামী দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে বিশ্বে প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিতে যাচ্ছে রাশিয়া।

এর নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে উদ্বেগ থাকলেও আগামী ১০ আগস্ট বা তারও আগে এই ভ্যাকসিনটি অনুমোদন দেওয়া হতে পারে বলে সিএনএনকে জানিয়েছেন রুশ কর্মকর্তারা।

মস্কোভিত্তিক গামালিয়া ইনস্টিটিউট এই ভ্যাকসিন তৈরি করেছে। রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে সম্প্রচারমাধ্যমটি জানিয়েছে, জনগনের জন্য ভ্যাকসিনটি উন্মুক্ত করা হলেও প্রথমে তা স্বাস্থ্যকর্মীদের মতো সামনের কাতারের কর্মীরাই আগে পাবেন।

গামালিয়া ইনস্টিটিউটের এই ভ্যাকসিন তৈরি ও গবেষণা কাজে অর্থায়ন করেছে রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল। সোভিয়েত আমলে ১৯৫৭ সালে বিশ্বের প্রথম স্যাটেলাইটের সফল উৎক্ষেপনের কথা উল্লেখ করে রুশ সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেন, ‘এটি একটি স্পুটনিক মুহূর্ত।’ তিনি বলেন, ‘স্পুটনিকের হুইসেল শুনে আমেরিকানরা অবাক হয়েছিলেন। এই ভ্যাকসিনের ক্ষেত্রেও একই অনুভূতি হবে। ভ্যাকসিন আনার কাজে রাশিয়াই প্রথম হবে।’

এদিকে এ ভ্যাকসিনের জন্য চূড়ান্ত অনুমোদ দেওয়ার কথা ভাবলেও এর পরীক্ষা ফলাফল প্রকাশ করেনি রাশিয়া। তবে ভ্যাকসিনটির কার্যকারিতার ব্যাপারে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে দাবি করছে সিএনএন।

তবে সমালোচকরা এটিকে রাশিয়াকে বৈশ্বিক বৈজ্ঞানিক শক্তি হিসেবে তুলে ধরতে আগ্রহী। মানবদেহে পরীক্ষা অসম্পূর্ণ থাকায় ভ্যাকসিনটি নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে।

রাশিয়ায় এখন পর্যন্ত ৮ লাখ ২২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৩ হাজার ৪৮৩ জন বলে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *