বিসিএস উত্তীর্ণদের তথ্য যাচাইয়ে এসে এএসপি মিথুনের ফুলেল শুভেচ্ছা

বিসিএস উত্তীর্ণদের তথ্য যাচাইয়ে এসে এএসপি মিথুনের ফুলেল শুভেচ্ছা

ক্যাম্পাস টুডে ডেস্ক


দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়
বিসিএসে উত্তীর্ণ বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ পাওয়া ক্যাডারদের তথ্য যাচাইয়ে গিয়ে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মিথুন সরকার।

জানা যায়, এবার ৩৮তম বিসিএস পরীক্ষায় দিনাজপুর জেলায় ৪৯ জন চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। তাদের মধ্যে বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলা থেকে চূড়ান্তভাবে মনোনীত হন ৬ জন।

তারা শিক্ষা ক্যাডার, প্রশাসন ও কৃষি ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন। তারা হলেন জাহিদ সুলতান (শিক্ষা ক্যাডার), মো. দুলাল হোসেন (প্রসাশন ক্যাডার), মো. দেলোয়ার হোসেন (কৃষি ক্যাডার) ও সাব্বির আহম্মেদ (শিক্ষা ক্যাডার) সুপারিশ প্রাপ্ত হয়েছেন।

এএসপি মিথুন সরকার বলেন, পুলিশ সম্পর্কে জনমনে দীর্ঘদিন ধরে যে ধারণা রয়েছে তা বদলে দেওয়ার প্রত্যয় নিয়েই আমার পুলিশ বিভাগে আসা।

এএসপি আরও বলেন, প্রত্যন্ত গ্রামের ছেলেরা মেধার জোরে আস্তে আস্তে সামনে দিকে এগিয়ে যাচ্ছেন এবং দেশের মেধাবীদের সর্বোচ্চ স্থানে জায়গা করে নিচ্ছেন। তথ্য যাচাইয়ের সময় দেখেছি অনেক পরিবার খুব কষ্ট করে তাদের লেখাপড়ার খরচ যুগিয়েছেন।

বিসিএসে উত্তীর্ণদের কর্মজীবনে তাদের সফলতা কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *