বুটেক্সে’র প্রধান ফটক উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

বুটেক্স টুডেঃ নির্মাণ কাজ শুরুর প্রায় ১ বছর পর খুলে দেয়া হলো
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রধান ফটক।

শুক্রবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল প্রধান ফটকের উদ্বোধন করেন।

প্রধান ফটক উদ্ভোদনের সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুর উদ্যোগে কলেজ অব টেক্সটাইল টেকনোলজি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল আজকের এ বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেক্সটাইল সেক্টরের গুরুত্ব অনুধাবন করে এ প্রতিষ্ঠানকে ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেন।”

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের উদ্দেশে বলেন, ‘টেক্সটাইল সেক্টরের উন্নয়ন ও সমৃদ্ধি ধরে রাখতে তোমাদের যোগ্য হয়ে এ সেক্টরের নেতৃত্ব ধরে রাখতে হবে।’

প্রধান ফটক উদ্ভোদনের সময়ে উপস্থিত ছিলেন- বুটেক্সের উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম, ডিন ও বিভাগীয় প্রধানগণসহ কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা।



সংবাদ প্রেরক ‘দ্য ক্যাম্পাস টুডে’ এর বুটেক্স প্রতিনিধি শামীম।



সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet