বুয়েটের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল জব্বার খাঁন

বুয়েটের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল জব্বার খাঁন

ক্যাম্পাস টুডে ডেস্ক


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়টির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন।

আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এ দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ সোমবার (৩১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে এ নিয়োগ দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ অনুসারে অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁনকে আগামী চার বছরের জন্য বুয়েটের উপ-উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে। তবে রাষ্ট্রপতি চাইলে এর আগেই তার নিয়োগ বাতিল করতে পারবেন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, তিনি তার বর্তমান পদে সমপরিমানে বেতন-ভাতা পাবেন এবং উপ-উপাচার্য হিসেবে অন্যান্য সুবিধা ভোগ করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *