অর্ধশতাধিক অসহায় পরিবারের পাশে বেরোবি ছাত্রলীগ নেতা

অর্ধশতাধিক অসহায় পরিবারের পাশে বেরোবি ছাত্রলীগ নেতা

বেরোবি প্রতিনিধি


করোনার সংক্রমণ ঠেকাতে সরকার নিয়েছে নানা পদক্ষেপ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধসহ সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। এর ফলে প্রায় স্থবির হয়ে পড়েছে সারাদেশ।কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী, দিনমজুররা । অনেকের কাজ বন্ধ হয়ে যাওয়ায় ,দিন কাটাচ্ছে অনাহারে।

রবিবার (১২ এপ্রিল) নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ৫৪টি পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এতে ৫৪টি দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, পেয়াজসহ তিনদিনের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

এসব অসহায় পরিবারের মাঝে ব্যক্তি উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক শাওন আহমেদ শুভ।

এ বিষয়ে শাওন আহমেদ শুভ বলেন, গত ৭ এপ্রিল কিশোরগঞ্জ উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হলে পুরো উপজেলা অবরুদ্ধ হয়ে যায়। এতে করে শ্রমজীবী, দিনমজুর মানুষের আয়ের পথ বন্ধ হয়ে যায়। এই দুঃসময়ে বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে নিজের সাধ্যমতো এসব মানুষের পাশে দাড়িয়েছি এবং পরিস্থিতি বিবেচনা করে সামনের দিনেও এসব মানুষের পাশে থাকতে চাই।

এছাড়াও তিনি এই সংকটময় সময় অতিক্রম করার জন্য সমাজের সকল বিত্তবান মানুষদেরও আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *