বেরোবিতে আইন অনুযায়ী বিভাগীয় প্রধান নিয়োগ দাবি

বেরোবিতে আইন অনুযায়ী বিভাগীয় প্রধান নিয়োগ দাবি

বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আইন অনুযায়ী বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয় শেখ রাসেল মিডিয়া চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে অতিসত্তর বিভাগীয় প্রধানের দাবি জানানো হয়।

এতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের আইন অমান্য করে উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ বিভাগীয় প্রধানের পদ নিজের দখলে নিয়ে রেখেছেন।২০১৭ সালেও উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ জোরপূর্বক বিভাগীয় প্রধানের পদ দখল করে বিভিন্ন জটিলতার সৃষ্টি করেন। কিন্তু শিক্ষার্থীদের শক্ত অবস্থানের প্রেক্ষিতে উপাচার্য বিভাগীয় প্রধানের পদ ছেড়ে বিভাগের জ্যেষ্ঠ শিক্ষককে দায়িত্ব দিতে বাধ্য হন।

বক্তারা বলেন, উপাচার্য এর আগে বিভাগীয় প্রধানের দায়িত্বে যখন ছিলেন শিক্ষার্থীদের সংগঠন অর্থ জার্নাল প্রকাশের নামে অবৈধভাবে উত্তোলনে করেন শিক্ষার্থীদের না জানিয়ে। এরুপ তিক্ত অভিজ্ঞতায় আবার ফিরতে চান না বলে উল্লেখ করে উপাচার্য কে পদ থেকে সরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে বিভাগীয় প্রধান নিয়োগ এর আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *