বেরোবিতে ফেন্সিং প্রশিক্ষণের উদ্বোধন

বেরোবিতে ফেন্সিং প্রশিক্ষণের উদ্বোধন

সাকীব খান,বেরোবি প্রতিনিধি


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীদের জন্য ফেন্সিং ট্রেনিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ্, বিএনসিসিও।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় অংশগ্রহণের আহবান জানান। তিনি বলেন, সুস্থ সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে সমাজ থেকে মাদক, জঙ্গীবাদের মতো ভয়াবহ সামাজিক ব্যাধি নির্মূল করা সম্ভব।

প্রশিক্ষণ কর্মসূচিতে এপি, ফয়েল ও সেবার-এই তিনটি ইভেন্টে বেরোবি’র বিভিন্ন বিভাগের ৪৮ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

উল্লেখ্য, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ই একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো: মাসুদ-উল-হাসানের সভাপতিত্বে ফেন্সিং ট্রেনিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে পিএস টু ভিসি (উপ-রেজিস্ট্রার) মো: আমিনুর রহমান, শারীরিক শিক্ষা বিভাগের প্রশিক্ষক সোহেল রানাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *