তামিম হাসান
নীলের আকাশ ছুয়েঁ দেখব বলে সচ্ছ মেঘের ভেলায় করে চরে এক সমুদ্র পথ ধরে উড়ছি ঈগলের মত।
লক্ষ করে দেখছি আমি বিশাল এই সমুদ্রের জল স্রোতে রয়েছে অজস্র ক্ষত।
বাধা বিপত্তির আবরন যেন আমায় না ছুয়েঁ যায় এটাই আমার ব্রত।