বশেমুরবিপ্রবি টুডেঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) চলতি (ভারপ্রাপ্ত) উপাচার্য হিসাবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. শাহজাহান । তিনি বিশ্ববিদ্যালয়টির ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইন্জিনিয়ারিং (ইটিই) বিভাগের সভাপতি।
চলতি উপাচার্যের দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. শাহজাহান
মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ড. শাহজাহান বলেন, “আমাকে বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্যের চলতি (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেওয়া হয়েছে। মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে এখনো চিঠি হাতে পাইনি।”
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক ড.খোন্দকার নাসিরউদ্দিন।
দ্য ক্যাম্পাস টুডে