শত কষ্টেও হাসি মোখে
যেজন ফিরে চায়,
খাঁটি ভালবাসবে তোমায়
জনম দুখী মায়।
মায়ের মত মধুর স্বজন
কে বল আর আছে,
বিনে স্বার্থে করেন সেবা
স্বার্থ নাইতো পাছে।
বড়ই মধুর মাযে আমার
থাকতে না পায় দাম,
সারা জীবন কেটে কেটে
ঝরায় গায়ের ঘাম।
সন্তানেরই সুখের তরে
কাটেন অহর নিশি,
নিজে উপুস থেকে খাওয়ান
সন্তানকে তার বেশী।
জনম দুখী মাযে আমার
শুধুই কেটে কেটে,
জীবন যৌবন শেষে এখন
বার্ধক্যতে হাটে।