আর্ন্তজাতিক টুডে: বাংলাদেশের মত ভারতেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে পেঁয়াজের দামও। এরই মধ্যে লুট হয়ে গেছে এক ব্যবসায়ীর পেঁয়াজ ভর্তি একটি ট্রাক।
আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, ট্রাকটিতে মোট চল্লিশ টন পেঁয়াজ ছিল। নভেম্বরের মাঝামাঝি সময়ে মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশে যাচ্ছিল সেটি। কিন্তু ট্রাকটি নিজের গন্তব্যে আর পৌঁছায়নি। বরং মাঝপথেই হারিয়ে যায় বাহনটি।
পুলিশ বলছে, এই দুর্মূল্যের বাজারে ২২ লাখ রুপির সমমূল্যের ওই পেঁয়াজ সাধারণ মানুষের জন্য সৌভাগ্য হয়ে আসতে পারত। কিন্তু তা লুট হয়ে গেল।
উল্লেখ্য, অধিকাংশ ভারতীয় রাজ্যে বর্তমানে এক কেজি পেঁয়াজের মূল্য ১০০ রুপিরও বেশি। মুম্বাই, চেন্নাই, কলকাতা ও পুনের মতো এলাকাগুলোতে কখনো কখনো এই দাম ছাড়িয়েছে ১২০ থেকে ১৩০ রুপিও।
দ্য ক্যাম্পাস টুডে
সংবাদটি শেয়ার করুন