ইবি প্রতিনিধি
ভারতের দিল্লীতে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদ। রবিবার বেলা সাড়ে ১১টায় দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে সংগঠনটির সভাপতি নুরুন্নবী ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক জি.কে সাদিকসহ নেতা-কর্মী ও সাধারন শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় ‘মোদি মোদি-নট এলাও নট এলাও’, ‘গো ব্যাক মোদি’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
প্রতিবাদ সমাবেশে ইবি শাখা ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক জি.কে সাদিক বলেন, ‘দিল্লি যখন অর্থনৈতিক সংকটে পড়েছে ঠিক সেই সময়ে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে মোদি সরকার। তাই সাম্প্রদায়িক মোদিকে মুজিববর্ষে নিয়ে আসা হলে ইবি ছাত্র ইউনিয়ন সংসদ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’
প্রসঙ্গত, সম্প্রতি ভারতের রাজধানী দিল্লীতে নাগরিক সংশোধনী আইন নিয়ে বিরোধের জেরে বেছে বেছে মুসলিমদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর প্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন স্তরের জনগণ ও ছাত্র সংগঠনগুলো মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মোদি অংশগ্রহণ করেন, সেটি চান না।