ভারমুক্ত বশেমুরবিপ্রবি: সংকট নিরসনে কাজ করবেন নতুন ভিসি, প্রত্যাশা শিক্ষক-শিক্ষার্থীদের

ভারমুক্ত বশেমুরবিপ্রবি: সংকট নিরসনে কাজ করবেন নতুন ভিসি, প্রত্যাশা শিক্ষক-শিক্ষার্থীদের

সাগর দে


নতুন উপাচার্য নিয়োগের মধ্য দিয়ে ভারপ্রাপ্তের শিকল ভেঙ্গে ভারমুক্ত হলো গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন থেকে নানা সমস্যার, আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে সারাদেশে পরিচিতি লাভ করেছে।

একটু পিছনে ফিরে তাকানো যাক, সাল ২০১৯, তারিখ ৩০ সেপ্টেম্বর বিভিন্ন দুর্নীতি অনিয়মের অভিযোগে ছাত্রদের আন্দোলনে মুখে পদত্যাগ করেন সাবেক উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন। তারপর ৮ অক্টোবর এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে একই বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাহাজাহানকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে দায়িত্ব পান। অবশেষে এক বছরের মাথায় এই ভারপ্রাপ্ত থেকে মুক্তি পেল বিশ্ববিদ্যালয়টি।

এদিকে প্রায় এক বছর পর ওই বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডঃ এ কিউ এম মাহবুব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক (অবঃ)।

বুধবার (০২ সেপ্টম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগ তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

বিশ্ববিদ্যালয়টির পরিবারের সদস্যরা দীর্ঘ প্রতীক্ষার পর নতুন ভিসি পাওয়ায় অনেক শিক্ষার্থীরা যেমন তাকে অভিনন্দন ও শুভাশিস জানাচ্ছেন।

একই সঙ্গে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি ঘটে যাওয়া চুরির বিচার সহ ইতিহাস বিভাগের সমস্যার সমাধান, শেখ হাসিনা আইসিটি ইনস্টিটিউট, শেখ হাসিনা কৃষি ইনস্টিটিউটের সমস্যার সমাধান, আবাসন সংকট,হল ভাড়া কমানো, সেমিস্টার ফি কমানো সহ শিক্ষার্থীদের ১৭ দফা দাবির বাস্তবায়ন ও বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যার সমাধান করতে পারলে তখন তাকে অভিনন্দন জানানো সমিচিন বলে মনে করেন অধিকাংশ শিক্ষার্থীরা।

শুধু শিক্ষার্থীরা নয় শিক্ষকরাও মনে করেন একজন বিশ্ববিদ্যালয়ের অভিভাবক যেন শিক্ষার্থী বান্ধব হয়। এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি হাসিবুর রহমান বলেন, ‘তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানের অধ্যাপক ছিলেন, আশা করি তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট নিরসন উত্তরণ করতে সক্ষম হবেন”।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক -ছাত্র সম্পর্ক উন্নয়ন, এবং বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে শুধু একজনের পক্ষে সম্ভব নয়, এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শিক্ষক সমাজ, তাকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বশেমুরবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুবের সাথে দ্য ক্যাম্পাস টুডের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে আমি কোনো মন্তব্য করতে চাইনা।

প্রায় দীর্ঘ এক বছর পর ভারমুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার অগ্রগতি, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন,সংস্করণ সহ বিশ্ববিদ্যালয় কতটুকু এগিয়ে যায় এটাই দেখার বিষয়, তবে সাধারণ শিক্ষার্থীদের আশা জাতির পিতার পূর্ণ্যভূমিতে ইতিহাসের যেন পুনরাবৃত্তি না হয়!

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *