ভালবাসা দিবসে ভালবাসার খোঁজে

ভালবাসা দিবসে ভালবাসার খোঁজে

ওয়াসিফ রিয়াদ, রাবি প্রতিনিধি


আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালবাসা দিবস। একই দিনে ফাল্গুনের ছোঁয়ায় ফুটেছে নানা রকম ফুল। বসন্তে পাখির কণ্ঠে মধুর সুর কেড়েছে সবার মন। আনন্দে আত্মহারা হয়ে সকলে নিজেদের নিয়েই ব্যস্ত। কিন্তু একই সময় অনাহারে-অবহেলায় রয়েছে সমাজের এক শ্রেণির মানুষ। তাদের কোন দিবস নেই। বছরের প্রত্যেকটি দিবসই তাদের জন্য সমান। ভালবাসা দিবসে এমন অবহেলিত মানুষদের সহযোগীতার হাত বাড়িয়েছে ‘বরেন্দ্র সচেতন সমাজ’।

শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে বসন্তবরণ ও ভালবাসা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বসবাসকারী অসহায়-দরিদ্র শিশুমাঝে বাসন্তী পিঠা বিতরণ করে ‘বরেন্দ্র সচেতন সমাজ’র সদস্যবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষক রায়হানুল ইসলাম সোহান, উপদেষ্টা বরেন্দ্র আসমাউল হোসনা, ইবতেশাম তনয়া, সাবরিন মুসতারী, সংগঠনের সাধারণ সম্পাদক সাফিতুম মোসলেমা ইমু,সহ-সভাপতি সাথীয়া শেখ’, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিব, সাংগঠনিক সম্পাদক আল-মানুন আকাশ, অর্থ-সম্পাদক জেসমিন আরা, ফেরদৌস, যোগাযোগ সম্পাদক সাকিব চৌধুরী, প্রচার সম্পাদক মুত্তাকিন আলম, অনুষ্ঠান সম্পাদক হারুন অর রশীদ হোসেন, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন রানা, শিক্ষা বিষয়ক সম্পাদক ইমন মাহমুদ, দপ্তর সম্পাদক আরাফাত আলমসহ আরও অনেকে।

জানতে চাইলে বরেন্দ্র সচেতন সমাজে’র প্রতিষ্ঠাতা সভাপতি রায়হান রোহান বলেন, বরেন্দ্র সচেতন সমাজ এমনি একটা সংগঠন যেখানে শুধু মাত্র বরেন্দ্র অঞ্চলের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয়। আমরা বিভিন্ন সময় অসহায় মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করি। এর আগে শীতে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করেছি। আমরা এই প্লাটফর্মে থেকে প্রতিনিয়তই সামাজিক কর্মকা-গুলো পরিচালনা করতে চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *