ভাড়া না নিতে বাড়ির মালিকদের উগান্ডার রাষ্ট্রপতির কড়া নির্দেশ

ভাড়া না নিতে বাড়ির মালিকদের উগান্ডার রাষ্ট্রপতির কড়া নির্দেশ

আন্তর্জাতিক টুডে


সারাবিশ্ব এখন করোনা ভাইরাসের দখলে। করোনা সম্প্রতি একটা আতঙ্কের নাম। বিশ্বের সবদেশেই আতঙ্ক বিরাজ করছে সমানভাবে। করোনাভাইরাসের মোকাবেলায় যেকোনো দেশের সরকার এবং জনগণ হিমশিম খেয়ে উঠছে।

করোনা-ভাইরাসের প্রার্দুভাবে সাধারণ মানুষের অবস্থার কথা চিন্তা করে উগান্ডার রাষ্ট্রপতি ইওর কে মুসেভেনি দেশটির পূর্ত ও পরিবহন মন্ত্রাণালয়ের মন্ত্রী মনিকা আজুবা বরাবর একটি আবেদন দিয়ে দেশটির সকল বাড়ির মালিকদের কড়া নির্দেশ দিয়েছেন।

দ্য ক্যাম্পাস টুডে এর পাঠকদের সুবিধার্থে তাঁর আবেদনের বাংলা অনুবাদ নিচে তুলে ধরা হলোঃ

করোনা-ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এবং এই ভাইরাস আমাদের অর্থনীতিকে খুব বাজেভাবে আঘাত করছে। আমি দেশের সকল বাড়ির মালিকদের নির্দেশ দিচ্ছি, আগামী ৩ মাস কোন উগান্ডার নাগরিকের নিকট বাসা ভাড়া নিবেন না।

আপনারা এমনটা করুণ, যাতে তাঁরা বাসায় থাকতে পারে, বাইরে কোথাও না যেতে হয়। এভাবেই আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধ করবো।আর যদি কেউ এই নির্দেশ অমান্য করে উগান্ডার কোন নাগরিকের নিকট থেকে ভাড়া নেয় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমরা সবাই একসাথে করোনাভাইরাসের মোকাবেলা করি, হাত ধোয়ার সঠিক নিয়ম ও কারও সাথে না মিশে সতর্ক থাকি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *