মহিলা মেম্বারসহ ৩ মাদক কারবারি আটক গোপালগঞ্জে

News Editor Avatar

ক্যাটাগরি :

সারাদেশ টুডেঃ- পুলিশ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের ২ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বারসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ।তাদের আটক করা হয় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় কাশিয়ানী উপজেলার রাতইল থেকে ।আটককৃতরা হলো- নার্গিস সুলতানা (রাতইল ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের ২ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার ), রমজান ও আসলাম।

মো. আজিজুর রহমান (কাশিয়ানী থানার ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নার্গিস ও তার সহযোগীরা হাইওয়েস মাইক্রোবাসে করে ইয়াবা বিভিন্ন পয়েন্টে বিক্রয় করতে যাওয়ার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরো জানান, রাতইল ইউনিয়নের চেয়ারম্যান জানতেন তার ইউপি মেম্বার নার্গিস সুলতানা মাদক কারবারের সাথে জড়িত। আর তাই তিনি ওই মেম্বারকে পরিষদের মিটিং থেকে এক বছর আগে বের করে দিয়েছিলেন। আর তাকে আর ইউপি অফিসে ঢুকতে দেওয়া হয় নি।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds