‘মাদকসেবীদের জন্য সরকারি চাকরি নেই’ ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

News Editor Avatar

ক্যাটাগরি : ,

সারাদেশ টুডেঃ- মাদকসেবীদের জন্য সরকারি চাকরির কোনো সুযোগ নেই বলেছেন মো. শফিকুল ইসলাম (ডিএমপি কমিশনার )।তিনি ২ নভেম্বর শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘মাদক, জঙ্গিবাদ ও র‌্যাগিং বিরোধী সমাবেশে’ এ কথা বলেন।তিনি আরো বলেন, ‘আমরা এমন মেশিন কিনেছি, পাঁচ বছর আগে মাদক নিলেও ডোপ টেস্টে তা ধরা পড়বে। আর মাদক নিলে সরকারির চাকরি করার কোনো সুযোগ নেই।’

প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদের (বিশ্ববিদ্যালয়ের উপাচার্য) সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম, ডিএমপির ডিসি (সদর দপ্তর) আনিসুর রহমান, তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব বিজয় তালুকদার প্রমুখ।শিক্ষার্থীদের উদ্দেশে শফিকুল ইসলাম বলেন, পাঁচ বছর আগে মাদক নিলেও খবর আছে। তাই তোমরা মাদককে না বল। মাদক নিয়ে মা বাবার স্বপ্ন নষ্ট করো না।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds