শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৯:৩০ অপরাহ্ন

মাদরাসা থেকে ফেরা হলো না মাহতাবের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯, ২.০৭ পিএম

সারাদেশ টুডেঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাংলা বাজার-সোনাগাজী সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকেএ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই ওই রিকশা ড্রাইভার গাড়ি নিয়ে পালিয়ে যায়।

ওই ছাত্রের আল মাহতাব হোসেন আরিয়ান (৮)। সে মুছাপুর ইউপির ৫নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে ও একই এলাকার ওসমানীয়া নূরানী মাদ্রাসার শিশু জামাতের ছাত্র ছিল।

জানা যায়, আজ সকালে মাদরাসা থেকে বাড়ি যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দিলে আরিয়ানের মাথায় মারাত্মক জখম হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার মামলা দিলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।”

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today