মাদারীপুরে করোনা থেকে সুস্থ হয়েও ফের আইসোলশনে তিন জন

মাদারীপুরে করোনা থেকে সুস্থ হয়েও ফের আইসোলশনে তিন জন

ক্যাম্পাস টুডে ডেস্ক


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত কয়েক দিন আগে ছাড়পত্র নিয়ে ফিরে আসা তিনজনসহ আরো একজনকে আইসোলেশনে রাখা হয়েছে। বিষয়টি ৬ এপ্রিল নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম।

সম্প্রতি মাদারীপুর জেলার শিবচর উপজেলা দেশের সব চেয়ে করোনাভাইরাস ঝুঁকিতে রয়েছে বলে ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

শিবচর উপজেলাসহ সবটি উপজেলাকে কার্যত ‘লকডাউন’ করা হয়েছে। জেলার সব দোকানপাট ও গণপরিবহন বন্ধ রাখতে হবে বলে প্রশাসন জানিয়েছে।

গত সোমবার দুপুর ২টার পর থেকে অনির্দিষ্টকালের জন্য কেউ ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করা হয়েছে জেলা প্রশাসন।

মাদারীপুর জেলা প্রশাসক তার ফেইসবুক পেইজে জরুরি নির্দেশনা জানিয়ে একটি পোস্ট করেছেন।

সেখানে জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানিয়েছেন, “মাদারীপুর জেলাটি প্রবাসী অধ্যুষিত একটি জেলা। জেলার শিবচর উপজেলাটি করোনাভাইরাসের জন্য অধিক ঝুঁকিপূর্ণ এবং এখানে একাধিক করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। তাই পুরো জেলার ৪টি উপজেলাকে আমরা কার্যত লকডাউনের মত কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি।

“তাই সমস্ত দোকানপাট বন্ধ থাকার পাশাপাশি সোমবার দুপুর থেকে পুরো জেলাতেই কেউ ঘর থেকে বের হতে পারবেন না। কারো কোনো জরুরি কেনাকাটার প্রয়োজন থাকলে দুপুর ২টার ভেতরেই সেটা করে ঘরে থাকতে হবে।

করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে সামাজিক বজায় রাখতে এবং মেনে চলার জন্য সবকটি উপজেলাতে পুলিশ, র‌্যাব, ম্যাজিস্ট্রেট ও সেনা টহল দেবে বলেও জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *