মাভাবিপ্রবিতে ‘English: Linking life with Better life’ বিষয়ক অনলাইন ওয়ার্কশপ শুরু

মাভাবিপ্রবিতে ‘English: Linking life with Better life’ বিষয়ক অনলাইন ওয়ার্কশপ শুরু

ক্যাম্পাস টুডে ডেস্কঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( মাভাবিপ্রবি ) অর্থনীতি বিভাগ কর্তৃক “English: Linking life with Better life” বিষয়ক দুই দিনের একটি অনলাইন ওয়ার্কশপ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল ২০২১) দুই দিনের এই ওয়ার্কশপের প্রথম দিনের সেশনটি আজ সম্পন্ন হয়েছে।

আগামী ২৪ এপ্রিল দ্বিতীয় দিনের সেশনটি অনুষ্ঠিত হবে । আগামী সেশনে শিক্ষার্থীরা ইংরেজি প্রয়োগের ক্ষেত্রে তাদের সমস্যাগুলো তুলে ধরবে এবং “affective filter” এর জড়তাকে কিভাবে দমন করা যায় সেই বিষয়ে আলোকপাত করা হবে।

ওয়ার্কশপটি পরিচালনা করেন রাজশাহী ক্যাডেট কলেজের প্রভাষক রজত গোস্বামী, ওয়ার্কশপটির মডারেট করেন মাভাবিপ্রবি অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষে শিক্ষার্থী মাশরোফ শাহরিন সীমান্ত, ওয়ার্কশপটির সভাপতিত্ব করেন মাভাবিপ্রবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মোঃ নাজমুস সাদেকীন।

এই ওয়ার্কশপটিতে মূলত শিক্ষার্থীদের ইংরেজির বেসিক দক্ষতা অর্জনের কার্যকরি দিকসমূহের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। সম্পূর্ণ ওয়ার্কশপটি সচরাচর ক্লাসগুলোর মত নয় বরং ছাত্র-ছাত্রীদের একটি পারস্পরিক অংশগ্রহনমূলক সেশনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। ওয়ার্কশপটি থেকে ছাত্র-ছাত্রীরা ইংরেজিতে নিজেকে সমৃদ্ধ করার ক্ষেত্রে কমিউনিকেশনের দক্ষতাকে কাজে লাগানোর কৌশলসমূহ রপ্ত করতে সক্ষম হয়েছে এবং চাকুরির ক্ষেত্রে ইংরেজির ব্যবহার সম্পর্কে পরিষ্কার ধারনা লাভ করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *