মুখে কালো কাপড় বেঁধে রাবি সাংবাদিকদের প্রতিবাদ

মুখে কালো কাপড় বেঁধে রাবি সাংবাদিকদের প্রতিবাদ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মর্তুজা নুরের বিরুদ্ধে থানায় দায়েরকৃত অভিযোগপত্র প্রত্যাহারের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ।

একইসঙ্গে রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক রাইহান বাপ্পীর বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশে মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ থেকে এসব দাবি জানানো হয়।

কর্মসূচিতে রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরাফাত রহমান, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহীন আলম, রাবি প্রেসক্লাবের সভাপতি সালমান শাকিল, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন বিপ্লবসহ ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ২৮ নভেম্বর রাবি স্কুল ও কলেজের শিক্ষিকা রুনা লায়লার ‘বিধিবহির্ভূত’ পদন্নোতির সংবাদ প্রকাশ করায় মতুর্জা নুরের নামে থানায় অভিযোগ করেন ওই শিক্ষিকা। এবং শহীদ সোহরাওয়ার্দী হলে সিট বণ্টন নিয়ে সংবাদ প্রকাশ করায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক কাজী জাহিদের করা তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় মানিক রাইহান বাপ্পীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি জামিন নিয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *