বশেমুরবিপ্রবি প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ উদযাপনের ক্ষণগণনা কর্মসূচির সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত হয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মোঃ তহিদুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, ১০ জানুয়ারি তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে কেন্দ্রীয়ভাবে ক্ষণগণনা কর্মসূচি ঘোষণার সাথে সাথে বশেমুরবিপ্রবিতেও মুজিব বর্ষের ক্ষণগণনা কর্মসূচির সূচনা হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১০ জানুয়ারি বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে উপাচার্য মহোদয় মুজিব বর্ষের ক্ষণগণনা কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।
উক্ত অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী সহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।