মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:১০ পূর্বাহ্ন

মৃত নবজাতক সাড়া দিল জানাজার সময়

  • আপডেট টাইম শনিবার, ১৮ এপ্রিল, ২০২০, ১০.৫৩ এএম

সারাদেশ টুডেঃ  মৃত সন্তান জেগে উঠলো বাস্তবে কি সম্ভব? অসম্ভব কে সম্ভব করেছে কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক ও নার্স।

অসম্ভব করেছে চিকিৎসা না দিয়ে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার বুড়িচং উপজেলায় সদ্য জন্ম দেওয়া এক মা ও নবজাতকের সাথে।

শুক্রবর সকালে উপজেলার চড়ানল গ্রামের জামাল হোসেনের স্ত্রী শিউলী আক্তার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান জন্ম দেন। জন্মের পরই শিশুটিকে মৃত বলে মেঝেতে ফেলে রাখে হাসপাতালের কর্মরত আয়া।

এরপর দাফনের জন্য হস্তান্তর করা হয় স্বজনদের কাছে ।নবজাতক শিশুকে মৃত ঘোষণার পর দাফনের সময় জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এমন অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয় মুন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে।

এ নিয়ে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে কুমিল্লা মেডিকেল কলেজহাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে।

কুমিল্লার বুড়িচং উপজেলায়

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today